Symphony Z30 Phone Review


Symphony Z30 মডেলের নতুন স্মার্টফোন বাজারে আনেছে গত জুলাইতে বেশ নজর কেরে এই Symphony Z30 মোডেলের ফোনটি । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, ডাবল ব্যাক ক্যামেরা, শক্তিশালী র‍্যাম-রম। 24 ঘন্টা কথা বলার সুবিধা ৷

 

Sort cut:

Symphony Z30

Price 9,790 BDT

6.52” Display

Back : 13 MP + 2 MP + 5 MP

Front: 8 MP Camera

5000 mAh Li-Polymer

1.8 GHz Octa-Core Processor

Android™ 10.0

RAM 3 GB

ROM 32 GB

Display:

  • স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.52”  ইঞ্চি ৷
  • Density 269 ppi ৷
  •  এইচডি প্লাস পর্দার রেজল্যুশন ৷ ১৬০০ বাই ৭২০ পিক্সেল।
  •   কালার 16M ৷

 

Bettary: 5000 mAh Li-Polymer

  •   ৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি পাবেন। নরমাল ব্যাবহারে ২-৩দিন বেকাপ পাবেন।
  • ১০ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। যা এই স্মার্টফোনটির ভালো দিক।

 

Prossesor: 1.8GHz Octacore

  •  Symphony Z30 ফোনটিতে পাবেন মিডিয়াটেক হিলিও এ২৫ প্রসেসর। যার স্পিড এককথায় দূর্দান্ত!!
  •  ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে । 

Memory: 

সঙ্গে রয়েছে 3 জিবি র‌্যাম এবং 32 জিবি রম ৷ রম ৩২ জিবি পাশাপাশি ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট থাকবে।

 

Camera: Back : 13 MP + 2 MP

Front: 8 MP

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সযুক্ত অটোফোকাস ট্রিপল ক্যামেরা। 

এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে সনি ১/৩.০৬ ইঞ্চির সেন্সর।

 ২ মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা 

এবং ৩য় ক্যামেরা ৫ মেগাপিক্সেল ৷

♯ ডেপথ সেন্সর থাকবে। আলট্রাওয়াইড ভিডিও করা যাবে। স্লো মোশন ভিডিও রেকর্ডিং করা যাবে।

♯ আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.২ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৪পি লেন্সযুক্ত ৮ মেগাপিক্সেলের সনি ক্যামেরা।

♯ ফোনটি দিয়ে ১০৮০পি তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক। ফোনটিতে এক্সট্রা সুবিধা হিসেবে গুগল এসিস্টেন কি থাকছে।

 

Features:

AI, Ultra Wide Angle, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot

 

Special Features:

  • Digital Wellbeing
  • Smart Control
  • Dual 4G VoLTE (Network Dependent)
  • Google Assistant Key
  • One Hand Mode
  • Lift to Wake-up
  • Notification Light
  • Smart Action & Smart Gesture

 Price:  9,790 BDT

Symphony Z30

মডেলের ওই ফোনের দাম  ৯ হাজার ৭৯০ টাকা। 

Symphony শো রুম থেকে কিনতে পারবেন অথবা Symphony Z30 অনলাইনেও থেকে কেনা যাবে । 

No comments

Powered by Blogger.