Top 5 Games Like Pubg

হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার?
বেসিক্যালি আজকে আমাদের পোস্টের ট্রপিক হচ্ছে পাবজির মতো সেরা পাঁচটি গেমস,
তো চলুন শুরু করি।


৩। Ride out heroes
এটিও একটি ব্যাটেল গ্রাউন্ড গেম তবে কে জানতো, লঞ্চ হওয়ার কিছু দিনের মধ্যেই এটা ১ মিলিয়ন এরও বেশিবার ডাউনলোড হয়ে যাবে।
বর্তমানে জাপানে এই গেমটি বেশি পপুলার যদিও আমাদের বাংলাদেশে এই গেম সম্পর্কে খুব একটা ধারণা নেই কারোর। গেমটির এর গ্রাফিক্স অত্যন্ত হাইলেবেলের, এবং গেমপ্লে এবং ম্যাপগুলোও অনেক জোস।
এই গ্রামে একটি নয় দুটি নয় অনেকগুলো ম্যাপ আছে, তো মোটামুটি আপনার ফোনে যদি ৩ জিবি র্যাম থাকে তাহলে গেমটি সুন্দরভাবে খেলা যাবে।
গেমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। সাইজ ১.৩ গিগাবাইট।


২। life after
তো এই গেমটি বেসিক্যালি একটি ব্যাটেল গ্রাউন্ড গেমস, তবে এই গেমটি এত জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এর গ্রাফিক্স।
সত্যি গ্রাফিক্স এতটাই হাই যে পাবজির কেউ টক্কর দিতে পারে। যেহেতু গ্রাফিক্স অনেকটাই ভালো তাই গেমটি খেলার জন্য আপনার ফোনে মিনিমাম ৩ গিগাবাইট র্যাম এর প্রয়োজন।
তাছাড়া এই গেমে ব্যাটেল রয়েল এর পাশাপাশি স্টরি মুড ও খেলা যায়, তাছাড়া এই গেমে আনকমন একটি জিনিস সবচেয়ে ঘোড়া যেটা আপনি চাইলে আপনার সঙ্গে নিয়ে খেলতে পারেন।
গেমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে! সাইজ ৩.৫ গিগাবাইট।



৪। Cyber Hunter
এটি হচ্ছে সেই গেম যেটা লঞ্চ হওয়ার কয়েকদিনের মধ্যেই ১ কোটিবার ডাউনলোড হয়ে যায়।
এই গেমটি অনেকটাই পাবজির মতো আবার কিছুটা ফোর্টনাইট এর মত আর গ্রাফিক্সের কথা বললে বলবো সত্যি মনে হচ্ছিল নেক্সট জেনারেশনের কোন গ্রাফিক্স এর গেম খেলছি।
এই গেমটি স্মুথলি রান করাতে হলে আপনাদের ফোনে অবশ্যই ৩ জিবি র্যাম মিনিমাম থাকা লাগবে।
এই গেমের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলেই দেয়াল বয়ে যেকোনো জায়গায় উঠতে পারবেন গেম প্লে তে।
তো যাই হোক গেম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। সাইজ ২ গিগাবাইট।


৫। call of duty mobile
তো বেসিক্যালি এই কল অফ ডিউটি সম্পর্কে আমরা অনেকেই জানি বিশেষ করে যারা গেমাররা রয়েছেন।
আমার মতে পাবজি মোবাইলের পর যদি এন্ড্রয়েড ব্যাটেল রয়েল গেম থেকে থাকে তাহলে অবশ্যই বলব সেটি কল অফ ডিউটি।
গ্রাফিক্স দেখলেই যেন মনে হয় কোন কম্পিউটার গেম খেলছি, আর এই গেমে মূলত আলাদা একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে কারণ এই গেমে অনেক বড় একটি ম্যাপ আছে।
তাছাড়া গেমটিতে solo সহ তিনটাতেই খেলা যায়, গ্রাফিক্স একটু ভালো হওয়ার কারণে গেমটি খেলার জন্য অবশ্যই আপনার ডিভাইসের ৩ গিগাবাইট র্যাম এর দরকার পড়বে।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। সাইজ ১.৫ গিগাবাইট


১। crossfire legend
এই গেমটা সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন বা খেলেছেন, তবে এটা ঠিক বাংলাদেশি খুবই কম পরিমাণ মানুষ এই গেমটা খেলে থাকেন।
তবে একটা বিষয় জানতে পারলে অবাক হবেন কারণ এই গেমটি ও কিন্তু পাপজির নির্মাতা ইন্সেন্ট কোম্পানি তৈরি করেছেন।

তাছাড়া এই গেমটির সাইজঃ খুবই কম মানে ১ গিগাবাইটের নিচে, যার ফলে বাজেট ডিভাইসেও খেলা যাবে লেগ ফ্রি ভাবে।
আমি মাত্র ২ জিবি র্যামের ফোনেও এই গেমটি খেলেছি কোনরকম প্রবলেম ফেস করিনি! আর গ্রাফিক্সের কথা বলতে গেলে পাবজির থেকে কোন অংশে কম নয় তার মানে বুঝতেই পারছেন।
চোখ গেমটি ডাউনলোড করার জন্য সরাসরি এখানে ক্লিক করুন। সাইজ মাত্র ৪২৮ মেগাবাইট।

No comments

Powered by Blogger.